চিত্র: রাজ্যপালের অপসারণের দাবি তৃণমূল সাংসদের |
ওয়েব ডেস্ক: রাজ্য সরকার বনাম রাজ্যপাল জগদীপ ধনখড়ের সংঘাত দীর্ঘদিনের। রাজ্যপাল জগদীপ ধনখড় একাধিকবার অভিযোগ করে এসেছে, রাজ্য সরকার সংবিধান মেনে চলছেনা। এমন সংঘাতের ফলে রাজ্য সরকার অস্বস্থিতে আছে তা বলাই বাহুল্য। তাই এবার তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদে রাজ্যপাল জগদীপ ধনখড়ের অপসরণের দাবি তুলে প্রস্তাব আনতে চলেছে। এনিয়ে গত বৃহ:স্পতি কালীঘাটে বাজেট নিয়ে বৈঠক বসেছিল। সেই বৈঠকে রাজ্যপালের সমন্ধে এমনটাই স্থির হয়।
আরও খবর, হালিশহর কোনো মোড়ের জগন্নাথ ঘাটের ধারে বোমা বিস্ফোরণ
তৃণমূল সাংসদ সংবাদমাধ্যমকে জানান,"রাজ্যপাল ভয়ংকর পর্যায়ে চলে গেছেন, বিভিন্ন বিষয়ে মাথা ঘামাচ্ছে, মুখ্যমন্ত্রী কীভাবে মানবিধিকার কমিশন কীভাবে গঠন করলেন তা নিয়েও প্রশ্ন করেছেন। রাজ্য সরকারকে বিভিন্ন কাজে বিব্রত করাই মনে হচ্ছে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাজ। রাজ্য সরকারকে কীভাবে বিব্রত করা হবে তার রোডম্যাপ দিয়ে পাঠানো হয়েছে"। আমরা তৃণমূলের পক্ষ থেকে রাজ্যপালের অপসারণের দাবি নিয়ে সংসদে প্রস্তাব আনব। লোকসভাতেও রাজ্যপাল সমন্ধে আওয়াজ তোলা হবে"।
- Published By: BIPRADIP DAS (Editor)
0 Comments: