বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

Sk-Sufian: সুপ্রিম কোর্টের রক্ষাকবচ ঝুললো নন্দীগ্রামের শেখ সুফিয়ানের গলায়

the-shield-of-the-supreme-court-hung-around-the-neck-of-nandigram-sheikh-sufian
চিত্র: নন্দীগ্রামের শেখ সুফিয়ান

ওয়েব ডেস্ক: অবশেষে সুপ্রিম কোর্টের রক্ষাকবচ ঝুললো নন্দীগ্রামের শেখ সুফিয়ানকে। ৩১-শে জানুয়ারি ভোট পরবর্তী শুনানি রয়েছে। ততদিন শেখ সুফিয়ানকে গেপ্তার করা যাবেনা। একুশে বিধানসভা ভোট পরবর্তী শুনানিতে এমনটাই জানালো সুপ্রিম কোর্ট। শেখ সুফিয়ান ছিলেন একুশের বিধানসভার ভোটের সময়কালীন মমতার এজেন্ট। একুশের বিধানসভা ভোটের পর রাজ্য জুড়ে রাজনৈতিক হিংসার বাতাবরণ সৃষ্টি হয়। ৩-রা মে খুন হতে হয় নন্দীগ্রামের দেবব্রত মাইতির। নন্দীগ্রামে স্বল্প ভোটের ব্যবধানে জেতেন বিজেপি প্রার্থী তথা এক কালে মমতার সৈনিক শুভেন্দু অধিকারি।

বিজেপির অভিযোগ ছিল, ভোট পরবর্তী হিংসার জন্য তৃণমূল দ্বায়ী। ভোটের পর দেবব্রত মাইতি খুনের অভিযুক্ত হিসেবে শেখ সুফিয়ানকেই কাঠগড়ায় তুলেছে শুভেন্দু। খুনের পর সিবিআই দেবব্রত মাইতির বাড়িতে গিয়ে বাড়ির লোকজনের সাথে কথা বলেন। সেখান থেকে অনেক তথ্য পান কেন্দ্রীয় সংস্থার কর্মকর্তারা। 

  • Published By: BIPRADIP DAS 


Share This

0 Comments: