চিত্র: শুভেন্দু অধিকারী |
ওয়েব ডেস্ক: কয়েকদিন আগেই এ.আই.এস.এফের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছে স্কুল খোলার ব্যাপারে। এবার স্কুল খোলার ব্যাপারে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ নন্দীগ্রামে এসে বলেন, "সরকার বাহাদূরের কাছে আবেদন করব, খুব দ্রুত বাচাদের করোনা টিকা গুলি দিয়ে দেওয়া হোক তারপর কোভিড বিধিনিষেধ মেনে স্কুল খোলা হোক, সাথে এও বলেন নন্দীগ্রামের এক স্কুল পড়ুয়া আমাকে ফোন করে বলেন আমরা দীর্ঘদিন ধরেই পড়াশুনা থেকে বঞ্চিত, সরকার এদের কথা ভাবুক!"
রাজ্য সরকার খুব ক্ষতি করছে এক পজন্মকে। অনেক পড়ুয়া এমন আছে যারা অত্যন্ত দরিদ্র পরিবারের যারা দিন আনে দিন কাহায় আতাদের পক্ষে ল্যাপটপ কিংবা ট্যাব ভালো ফোন কেনার সাধ্য নেই! তারা ওই সরকার পরিচালিত স্কুলের উপর নির্ভর করেই পড়াশুনা চালিয়ে যাচ্ছিল। তাদের এখন কি হবে?' এও বলেন আমি রাজ্যের বিরোধী দলনেতা,কিন্তু রাজ্যের ক্ষমতায় নেই, তাও আমি নন্দীগ্রামের বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে বিধানসভার গেটের সমানে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছি।
- Publsihed By: BIPRADIP DAS
0 Comments: