চিত্র: দ্বিতীয় ঢেউয়ের সময় অক্সিজেন সরবাহ |
ওয়েব ডেস্ক: করোনার যখন দ্বিতীয় ঢেউ চলছিল তখন অক্সিজেন কতটা গুরুত্বপূর্ণ? তা হাড়ে-হাড়ে বুঝিয়ে দিয়েছিল করোনা। হাঁহাঁকার লেগে গিয়েছিল অক্সিজেন নিয়ে। রাজ্যের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের ঘাটতি দেখা গিয়েছিল। সেই ঘাটতি মেটাতে রাজ্যের বিভিন্ন NGO সংস্থা গুলি সহ স্বেচ্ছাসেবক সংস্থাগুলিও, বিভিন্ন ক্লাব ব্যস্ত ছিল, রাস্তায় নেমে অক্সিজেন সিলিন্ডার কাঁধে করে বয়ে বিতরণ করতে। অনেকে আবার এই সুযোগে অক্সিজেন সিলিন্ডার চড়া দামেও বিক্রি করতে পিছপা হয়নি।
তাই এবার যেন রাজ্য সরকার আগেভাগেই সতর্ক হয়ে যাচ্ছে। যদিও দ্বিতীয় ঢেউয়ের সময়কালীন যেভাবে অক্সিজেনের চাহিদা ছিল সেই তুলনায় তৃতীয় ঢেউয়ের সময় অতটা নেই। রাজ্যের বিভিন্ন হাসপাতাল গুলিতেও করোনা রুগীর সংখ্যাও কমেছে। যেটুকু হচ্ছে আইসোলশনে থেকেই সুস্থ হচ্ছে পাশাপাশি চিকিৎসকের পরামর্শ তো বটেই! তবুও সতর্ক থাকছে রাজ্য সরকার। কেন এই কমিটি গঠন করা হবে তার উত্তর অনুসারে স্বাস্থ্য ভবনের উক্তি, অনেকসময় রুগীর অক্সিজেনের প্রয়োজন মিটে গেলে এরপর অক্সিজেন সিলিন্ডারের নল সঠিক ভাবে আটকাচ্ছে না এতেই হচ্ছে অক্সিজেন অপচয়। তাই রাজ্যের বিভিন্ন সরকারী হাসপাতাল গুলিতে যাতে অক্সিজেন অপচয় না হয় তার জন্য হাসপাতাল গুলিকে দেখভালের জন্য কমিটি গঠনের নির্দেশ রাজ্যের স্বাস্থ্যভবনের।
- Published By: BIPRADIP DAS
0 Comments: