শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

বর্ধমান হাসপাতালে ভয়ংকর অগ্নিকান্ড, মৃত এক কোভিড রুগী

terrible-fire-in-burdwan-hospital
চিত্র: বর্ধমান হাসপাতালে অগ্নিকান্ড, জ্বলছে কোভিড ওয়ার্ড

ওয়েব ডেস্ক: বর্ধমান হাসপাতালে ভয়ংকর আগুন লাগার ঘটনা ঘটেছে। জানা গেছে, আগুন কোভিড ওয়ার্ডে লেগেছে। সেখানে এক রোগীর মৃত্যু ঘটেছে। ভোর চার টার দিকে সেই আগুন লেগেছিল। আগুনে ঝলসে মৃতের নাম সন্ধ্যা মন্ডল। বয়স ৬০ বছর বয়স। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, ভোর চারটার দিকে সব রুগীরাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। কিন্তু হঠাৎ এক রুগী দেখেন, কোভীড ওয়ার্ড থেকে ধোঁয়া বের হচ্ছে। চিকিৎকার চেঁচামেচি করে সবাইকে তোলেন। রুগীরা হাসপাতাল থেকে বের হওয়ার জন্য ছোটাছুটি করতে থাকেন এদিক-ওদিক। ততক্ষণে হাসপাতালের প্রাথমিক কর্মীরা রুগীদের নিরাপদে হাসপাতাল থেকে বের করে আনার জন্য এগিয়ে আসেন। 

খবর দেওয়া দমকলে। তারা দ্রুত খবর পাওয়া মাত্রই ইঞ্জিন নিয়ে ছুটে আসেন। এরপাশাপাশি পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ও ফরেন্সিক টিমকেও খবর দেওয়া হয়েছে। এহেন ঘটনার প্রসঙ্গে, হাসপাতাল কর্তৃপক্ষর হাসপাতালের নিরাপত্তার গাফিলতির অভিযোগ উঠেছে। এদিকে ৬ নম্বর ব্লক ওয়ার্ডে ভর্তি ছিলেন কোভিড আক্রান্ত রুগী সন্ধ্যা রায়। সমস্ত রুগীকে সড়ানো গেলেও সন্ধ্যা রায়কে সড়ানো সম্ভব হয়নি। এখন পর্যন্ত খবর, অনুমান করা হচ্ছে মশা মারার ধুপ থেকেই এমন ভয়ংকর অগ্নিকান্ড ঘটেছে। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ আসে। তদন্ত করে দেখা হবে কীভাবে এমন ঘটনা ঘটেছে। এদিকে হাসপাতালের নিরাপত্তা নিয়ে যে অভিযোগ তোলা হয়েছিল তা অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: