রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

নেতাজির স্মৃতি বিজড়িত নোয়াপাড়া থানায় ঘটা করে পালিত হল জন্মবার্ষিকী

the-birth-anniversary-was-celebrated at-noapara-police-station-where-netaji-memory-was-intertwined
চিত্র: নোয়াপাড়া থানা পুলিশের শ্রদ্ধা জ্ঞাপন

বিশ্বজিৎ নাথ: মহান বিপ্লবী নেতাজী সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নোয়াপাড়া থানা। এই থানায় রবিবার ঘটা করে পালন করা হল নেতাজীর জন্মদিন। ইতিহাস বলছে, ১৯৩১ সালের ১১ অক্টোবর বিকাল পাঁচটা নাগাদ তৎকালীন ব্রিটিশ পুলিশ শ্যামনগর চৌরঙ্গী কালীবাড়ি মোড় থেকে নেতাজিকে গ্ৰেপ্তার করে নোয়াপাড়া থানায় কয়েক ঘন্টা বন্দি রাখা হয়েছিল। ওইদিন তিনি জগদ্দলের গোলঘর পার্কে বঙ্গীয় পাটকল শ্রমিক সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন। যেই ঘরটিতে নেতাজীকে আটক রাখা হয়েছিল, সেই ঘরটিকে সরকারের তরফে সংরক্ষিত করা হয়েছে।  নেতাজীকে স্মরণে রেখে তাঁর জন্মদিনে প্রতি বছর জাঁকজমক সহকারে থানায় অনুষ্ঠান করা হয়। করোনা বিধি মেনে আয়োজিত  নেতাজির জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি জগদ্দল সুব্রত মন্ডল, নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পার্থসারথি মজুমদার-সহ অন্যান্য পুলিশ কর্মীরা । এদিন নোয়াপাড়া থানার পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ ট্যাবলো উদ্বোধন করা হয়। সেই ট্যাবলোটি নোয়াপাড়া থানা এলাকার পরিক্রমা করে।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: