শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

ভারত বিরোধী ৩৫ টি ইউটিউব চ্যানেল বন্ধ করল কেন্দ্র

the-center-shut-down-35-anti-india-youtube-channels
চিত্র: কেন্দ্রীয় মন্ত্রীসভা

ওয়েব ডেস্ক: দেশের মধ্যেই ঘর শত্রু। দীর্ঘদিন ধরে এক শ্রেণীর সম্প্রদায় সেসব কাজ আড়ালে-আবডালে করে চলেছে। এবার ভারত বিরোধী যেসব চ্যানেল রয়েছে ভারতের মধ্যে পাক মদতপুষ্ট। সেসব চ্যানেল কেন্দ্রীয় সরকার কড়া হাতে দমনে নামল। ইতিমধ্যে ৩৫ টি ভারত বিরোধী ইউটিউব চ্যানেল বন্ধ করল কেন্দ্র। ঘটনা প্রসঙ্গে, কেন্দ্রীয় সরকারের তথ্য সম্প্রচায়ের মুখ্যসচীব বিক্রম সহায় জানান, গত ২০-ই জানুয়ারি আমাদের দপ্তর যে গোয়েন্দা রিপোর্ট হাতে পেয়েছে, তাতে ভারত বিরোধী পাক মদতপুষ্ট বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল সহ ২ টি টুইটার আইডি, ২ টি ওয়েবসাইট, ২ টি ইন্সট্রাগ্রাম আইডি রয়েছে। যেসব জায়গায় ভারত বিরোধী খবর বা হিংসাজনক মন্তব্য করা ভিডিও আপলোড দেওয়া হচ্ছে। এছাড়াও তথ্য সম্প্রচায়ের সচিব অপূর্ব চন্দ্র বলেছেন, যেসব ইউটিউব চ্যানেল ভারত বিরোধী সংবাদ পরিবেশন করে সেসব চ্যানেলে সাবস্কাইবার সংখ্যা ১ কোটির বেশি, ভিডিও ভিউ দিক থেকে মিলিয়ন। আমরা পুরো বিষয়ের উপর নজর রেখেছি। আগামী দিনে আরও এমন ভারত বিরোধী চ্যানেল সহ বিভিন্ন ফেসবুক আইডিও ব্লক হবে। এরজন্য ইউটিউব কর্তৃপক্ষও আমাদের সাথে এগিয়ে এসেছে। 

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: