শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

কলকাতা পৌরসভার আর্থিক অবস্থা সঙ্কটে, পেনশন বন্ধ অবসরপ্রাপ্তদের

the-financial-situation-of-calcutta-municipality-is-in-crisis
চিত্র: কলকাতা পৌরসভা

ওয়েব ডেস্ক: কলকাতা পৌরসভার আর্থিক অবস্থা যে ভালো না। তা এবার কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম পরিস্কার করে জানিয়ে দিলেন। মেয়র ফিরহাদ হাকিম জানান, "কলকাতা পৌরসভার আর্থিক অবস্থা ভালো না। তাই কোনো নতুন প্রকল্প হাতে নেওয়া যাচ্ছেনা। কাউন্সিলরদের যে সাম্মানিক দেওয়া হয় তাও বৃদ্ধি করার যে আবেদন করা হয়েছিল তাও পূর্ণ করা সম্ভব হচ্ছেনা"। এমনটাই কলকাতা পৌরসভার প্রথম অধিবেশনে জানিয়ে দিলেন। কলকাতা পৌরসভার আর্থিক সঙ্কটে পড়ায় অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন আটকে আছে। 

আরও খবর, হালিশহর জগন্নাথ ঘাটের বোমা বিস্ফোরণ কান্ডে অর্জুন সিংয়ের বক্তব্য

এই পেনশন বন্ধের নোটিশ বৃহ:স্পতি বারই পৌরসভার পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এই ঘটনা প্রসঙ্গে, পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "আমাদের ফিনান্সের এখন সমস্যা চলছে। অনেক জায়গায় টাকা আটকে রয়েছে। কিছুদিনের মধ্যেই আমরা স্বাভাবিকে ফিরে আসব। আগামী শনিবার কলকাতার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে বৈঠক রয়েছে। সেখানে আলোচনা হবে এই আর্থিক সঙ্কটকালীন কীভাবে কাউন্সিলররা নাগরিকদের পরিষেবা প্রদান করবেন তার নিয়মকানুন শেখাবেন। 

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: