চিত্র: দেবাশীষ বন্দোপাধ্যায় (নিজস্ব ছবি) |
বিশ্বজিৎ নাথ: করোনা প্রতিরোধে টিকাকরনে উৎসাহিত জোগাতে অভিনব উদ্যোগ নিল দক্ষিণ দমদম পুরসভা। দ্বিতীয় ডোজের সার্টিফিকেট দেখাতে পারলেই বকেয়া কর থেকে ২৫ শতাংশ ছাড় মিলবে। গন টিকাকরন সফল করতে অভিনব এই উদ্যগ নিল দক্ষিণ দমদম পুরসভা। পাশাপাশি ১৫ থেকে ১৮ বছর বয়সী পড়ুয়া কিংবা স্কুল ছুটরা যারা ভ্যাকসিন নিতে অনীহা প্রকাশ করছে। তাদের টিকাকরনের লক্ষে দক্ষিণ দমদম পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রশাসক মন্ডলীর সদস্য দেবাশীষ বন্দোপাধ্যায় অভিনব উদ্যোগ নিলেন। পড়ুয়ারা ভ্যাকসিন নিলে মিলবে ক্রীড়া সরঞ্জাম এবং স্কুল ব্যাগ। উপহার মিলবে সেই ঘোষণায় বৃহস্পতিবার স্কুল পড়ুয়া ও স্কুল ছুট মিলিয়ে ৮০ জন ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। যদিও আগে ভ্যাকসিনের লাইনে দাঁড়ানোর চিত্র ছিল একেবারেই উল্টো। লাইনে দেখা যেত মাত্র ৫ জন থেকে ৬ জন। একশো শতাংশ টিকাকরন সফল করতে এদিন দক্ষিণ দমদম পুরসভার পক্ষ থেকে ১৫ নম্বর ওয়ার্ডে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়েছিল। তবে এই পুরসভার অভিনব উদ্যগে খুশি পুর অঞ্চলের বাসিন্দারা।
- Published By: BIPRADIP DAS
0 Comments: