শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

উন্নয়নমূলক কর্মসূচিতে রাজ্যকে ঋণ দিলো বিশ্বব্যাঙ্ক

the-world-bank-provided-loans-to-the-state-for-development-programs
চিত্র: বিশ্বব্যাঙ্ক চিঠি রাজ্যকে

ওয়েব ডেস্ক: এবার রাজ্যকে ঋণ দিলো বিশ্বব্যাঙ্ক। ঋণ দেবার কারণ হিসেবে জানা গিয়েছে, রাজ্যে যে যে সামাজিক সুরক্ষা প্রকল্প গুলি রয়েছে যেমন কন্যাশ্রী,স্বাস্থ্যসাথী কার্ডের ম তো উন্নয়ন মূলক কাজে অর্থ সাহায্য। রাজ্য সরকার বিধবা ভাতা,কন্যাশ্রী,যুবশ্রী,দুয়ারে রেশন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড,স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মীর ভান্ডারের মতো উন্নয়ন মূলক কর্মসূচিতে এবার আন্তজার্তিক সিলমোহর পড়লো। বিধানসভা ভোটের সময়ই মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় ফিরলে লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক প্রকল্প তো চালু থাকবেই পাশাপাশি দরিদ্র ছাত্রছাত্রীরা যাতে অর্থের অভাবে পড়াশুনা না বন্ধ হয় তার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড। 

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: