সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

টিটাগড়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, আক্রান্ত ১

trinamool-group-quarrel-in-titagarh
চিত্র: তৃণমূলের গোষ্ঠী কোন্দল, সিসিটিভি ফুটেজ

বিশ্বজিৎ নাথ: টিটাগড়ে শাসকদলের গোষ্ঠী কাজিয়া তুঙ্গে। নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তীর দিন বেলায় টিটাগড় গান্ধী মোড়ের কাছে আক্রান্ত তৃণমূল কর্মী অজয় মরিয়া। অভিযোগের তির তৃণমূল যুব নেতা বিকাশ সিংয়ের দলবলের বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূল কর্মী অজয় মরিয়াকে ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতাল থেকে কামারহাটির সাগরদত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আক্রান্ত তৃণমূল কর্মী অজয় মরিয়ার অভিযোগ, রবিবার বেলায় গান্ধী মোড়ে একা দাঁড়িয়েছিলাম। তখন বাইকে চেপে বিকাশ সিংয়ের দলবল তার ওপর চড়াও হয়। 

পিস্তলের বাট, ইঁট দিয়ে মাথায়, হাতে, বুকে ও মুখে আঘাত করে। খড়দা ও টিটাগড় অঞ্চলে সিন্ডিকেটের তোলাবাজির প্রতিবাদ করায় এই হামলা বলে অভিযোগ আক্রান্ত তৃণমূল কর্মীর। খড়দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অজয়ের দাবি, কয়েকদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বিকাশ সিং। যদিও বিকাশ সিংয়ের দাবি, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা। শুনেছি ওখানে বাচ্চাদের মধ্যে ঝামেলা হয়েছিল। প্রশাসনকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে টিটাগড় পুরসভার পুর প্রশাসক প্রশান্ত চৌধুরী বলেন, দুজনের মধ্যে বিবাদের জেরে এই ঘটনা। ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: