সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

পৌরসভার অনেক জায়গাতেও "নারায়ণ ভান্ডার" চালু হয়েছে: উদয়ন গুহ

udayan-guha-is-the-center-of-controversy
চিত্র: বিধায়ক উদয়ন গুহ

ওয়েব ডেস্ক: এবার 'দুয়ারে প্রহার' হবে। এমনটাই হুশিয়ারি দিয়ে বিতর্কিত মন্তব্য করলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। বিধায়কের বক্তব্য, "অনেকে এমন আছেন যারা তৃণমূলের মিটিং-মিছিলে মুখ দেখাচ্ছেন কিন্তু ভোট দেবার সময় আসলেই অন্য ভাবনা" এমন হলে "দুয়ারে প্রহার" হবে। সামনেই পুর-নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখেই বিধায়ক উদয়ন গুহ ওয়ার্ড কর্মীসভা থেকেই এমন মন্তব্য করেন।কর্মীসভায় বলেন, "রাজ্যের মায়েদের রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডারে টাকা দিচ্ছেন, পৌরসভার অনেক জায়গাতেও "নারায়ণ ভান্ডার" চালু হয়েছে। 
আমাদের এই 'লক্ষ্মীর ভান্ডার ও নারায়ণ ভান্ডার এড়িয়ে কেউ যদি অন্য দলের প্রার্থীকে ভোট দেয় তাহলে পৌরসভা এবার নতুন প্রকল্প আনবে, যার নাম হবে "দুয়ারে প্রহর"। ভোটের আগেই এমন হুশিয়ারি দেওয়ার কর্মীদের একাংশের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। কর্মীদের এহেন মন্তব্যের উপর মত, উদয়ন গুহ এমন মন্তব্য করে ভাষা সন্ত্রাসের সৃষ্টি হবে এলাকায়। যদিও এই মন্তব্যের জেরে দলের অন্দরে নিন্দার ঝড় উঠেছে। এবার এই ইস্যুকে সামনে রেখে বিজেপি ভোট প্রচারের ময়দানে নেমেছে। 
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: