চিত্র: শীতের প্রভাব |
ওয়েব ডেস্ক: গত শুক্রবার থেকেই ছিলো সূর্যমামার মুখ ভাড়। টানা দু'দিন ছিলো কলকাতাতে বৃষ্টি সহ অনন্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত। অবশেষে গত মঙ্গলবার থেকে অল্প রোদের দেখা মেলেছে। কিন্তু বৃষ্টি বিদায় নিলেও ফের তাপমাত্রা কমতে শুরু করেছে। আবহাওয়া অফিস সুত্রের খবর, উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ম তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা আগামী কয়েকদিনে প্রায় ১২ ডিগ্রিতে নেমে যাবে বলে সংবাদ। তবে আগামী বৃহঃস্পতি বার থেকেই আকাশ পরিষ্কার থাকবে। আগামীতে জোরে বৃষ্টি হবার সম্ভবনা এখন পর্যন্ত নেই।
- Published By: BIPRADIP DAS
Categories:
আবহাওয়ার পূর্বাভাস
পশ্চিমবঙ্গ রাজ্য
0 Comments: