চিত্র: সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু |
ওয়েব ডেস্ক: মহারাষ্ট্র,কর্ণাটকে স্কুল খুললেও বাংলাতে স্কুল খোলা নিয়ে নারাজ রাজ্য সরকার। তাদের যুক্তি, বাচ্চাদের ঝুঁকিপূর্ণতে রেখে স্কুল খুলতে চায়না সরকার। আগে স্বাস্থ্য দফতরের সাথে পর্যালোচনা করেই মুখ্যমন্ত্রী এ ব্যাপারের নিজেই ঘোষণা করবেন। মুখ্যমন্ত্রীও স্কুল খোলা বিষয়ে আগ্রহী। এমনটাই রাজ্যের শিক্ষামন্ত্রী গতকাল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। তবে এও বিভিন্ন সুত্র মারফৎ সংবাদ, করোনার গ্রাফ পর্যালোচনা করেই আগামী ১-ই ফেব্রুয়ারি থেকেই স্কুল খোলা তোরজোড় শুরু শিক্ষা দফতরের। স্কুল খোলা নিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছে এক ছাত্র সংগঠন। অভিভাবকরাও চান স্কুল খুলুক, বাচ্চারা যাক স্কুলে ফের।
আরও খবর, কেমন থাকবে আবহাওয়া আগামীতে- জানুন! বিস্তারিত
বাড়িতে এক ঘেয়ামি কাটাতে-কাটাতে ওরা ক্লান্ত। অনলাইন ক্লাসের জন্য মোবাইল দিতে হচ্ছে কাছে তার জন্যও চোখের ক্ষতি হচ্ছে অল্পবয়সেই। সে নিয়েও কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়াতেও পোস্টের ঝড় উঠেছিল। আবার অনেক গ্রাম আছে যেখানে মোবাইলের প্রচলন তেমন একটা নেই বা কেনার সাধ্য নেই সেই পরিবারের। তার ফল ভুগতে হচ্ছে সেসব ছাত্র-ছাত্রীদের। আবার এমনও আছে, যারা অত্যন্ত দরিদ্র ছাত্র তারা কেবলমাত্র এলাকার সরকারী স্কুলের উপর নির্ভর করেই পড়াশুনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রেও তাদের কষ্ট করে পড়াশুনা চালিয়ে যাওয়ার সম্মুখিন হতে হচ্ছে। এদিকে রাজ্য সরকারও পাড়ায়-পাড়ায় শিক্ষক নিয়োগ করেছে।
Published By: BIPRADIP DAS
0 Comments: