মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

মানুষ শান্ত বাংলা চাইছে, লুঠের বাংলা চাইছে না কটাক্ষ সাংসদ অর্জুন সিংয়ের

people-want-a-peaceful-bengal-they-dont-want-a-looted-bengal-says-mp-arjun-singh
চিত্র: সাংবাদিকদের মুখোমুখি সাংসদ অর্জুন সিং

বিশ্বজিৎ নাথ: মানুষ শান্ত বাংলা চাইছে। লুঠের বাংলা চাইছে না। মঙ্গলবার সকালে ভাটপাড়ার দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন বিজেপির সাংসদ অর্জুন সিং। এদিন তিনি ভাটপাড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কুলিডিপো মোড় থেকে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ভোট প্রচার শুরু করেন। পাঁচটি ওয়ার্ড ঘুরে রিলায়েন্স জুটমিল লাইনে তিনি প্রচার শেষ করেন। এদিন সাংসদ দাবি করলেন, ২ নম্বর ওয়ার্ডের প্রার্থীকে ভয় দেখিয়ে ওরা(তৃণমূল) দলে টেনে নিয়েছে। কিন্তু ওই ওয়ার্ডের মানুষের সাড়া ছিল অভূতপূর্ব। সাংসদের সংযোজন, ভাটপাড়ার মানুষ বিজেপিকে দুহাত ভরে ভোট দিতে প্রস্তুত। বাংলার মানুষ এখন শান্ত ও সুস্থ বাংলা চাইছে। লুঠের বাংলা আর চাইছে না। ভোট লুঠের চেষ্টা করলে বাংলার জনতা এর জবাব দেবে বললেন গেরুয়া শিবিরের লড়াকু সাংসদ। এদিনের প্রচারে সাংসদ ছাড়াও হাজির ছিলেন বিধায়ক পবন কুমার সিং ও সঞ্জয় সিং।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: