সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

কবর থেকে আনিসের দেহ তোলা হলো, নিয়ে যাওয়া হচ্ছে SSKM হাসপাতালে

anis-body-was-exhumed-from-the-grave
চিত্র: আনিসের দেহ তোলা হলো

ওয়েব ডেস্ক: শনিবার ভোরে আমতার আনিস খানের দেহ তোলা বিষয়ে যে জটিলতা ছিলো তা অবশেষে কাটল সোমবার। প্রথমবারের ময়নাতদন্ত ঘিরে ছিল একাধিক সংশয়, একাধিক প্রশ্ন। এবার সরাসরি হাইকোর্টের নির্দেশে জেলা ম্যাজিস্ট্রেডের উপস্থিতিতে কবর থেকে আনিসের দেহ তোলা হলো। সেখানে পরিবারের পক্ষ থেকে নিজস্ব আইনজীবীও উপস্থিত ছিলেন এবং SIT -এর তদন্তকারী অফিসাররাও। জানা যায়, বেলা ১২ টায় এসে পৌঁছায় জেলা জজ। এরপর কবর থেকে আনিসের দেহ তোলা বিষয় পুরোটাই ভিডিওগ্রাফি করে রাখা হয়। আনিসের দেহ এবার চলে যাবে দ্বিতীয়বারের ময়না তদন্তের জন্য এস.এস.কে.এম হাসপাতালে। সেখানে জেলা জজ এর উপস্থিতিতে হবে ময়নাতদন্ত। সেখানে এক্সিকিউটিভ ম্যাজিস্টেট অফিসারও থাকবেন।  

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: