শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

দীর্ঘ প্রতীক্ষার পর চালু হচ্ছে বালুরঘাট বিমানবন্দর

balurghat-airport-is-being-launched
চিত্র: উত্তরবঙ্গের বালুরঘাট বিমানবন্দর

সজল দাশগুপ্ত: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত উত্তরবঙ্গ সফরে গিয়ে বলেছিলেন দ্রুত এই বিমানবন্দর চালু হবে। দীর্ঘ অপেক্ষার অবসান। এবার বিমান ওঠানামার অনুমতি পেল বালুরঘাট বিমানবন্দর।  নবনির্মিত বালুরঘাট বিমান বন্দরের পরিকাঠামো খতিয়ে দেখল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, রাজ্যের পরিবহন দপ্তর এবং ভূমি দপ্তর। রাজ্য সরকার ইতিমধ্যে বালুরঘাট বিমানবন্দরের টার্মিনাল সহপরিকাঠামোর কাজ শেষ করেছে। এয়ারপোর্ট অথরিটি এই বিমান বন্দর থেকে বিমান ওঠানামার অনুমতি না দিলেও অবশেষে সম্প্রতি মিলেছে বালুরঘাট বিমানবন্দরের লাইসেন্স। তবে এও স্পষ্ট, বর্তমানে বালুরঘাট বিমানবন্দরের রানওয়ে লম্বায় ১৩৮০ মিটার হ‌ওয়ায় শুধুমাত্র ছোট বিমান ওঠানামা করতে পারবে। কিন্তু বড় বিমান ওঠা-নামার জন্য ১৮০০ মিটার রানওয়ের প্রয়োজন। যা আগামী দিনে বড় করা হবে বলে সংবাদ। 

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: