রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

সোমবার বাংলা বনধের ডাক বিজেপির

bjp-call-for-bangla-ban-on-monday
চিত্র: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

ওয়েব ডেস্ক: আগামী কাল সোমবার সারা বাংলা জুড়ে বনধ ডাকা হয়েছে। রবিবার দিনভর যেভাবে ভোট লুঠ বা প্রার্থীকে ভোট না দিতে দেওয়া, ইভিএম মেশীন ভাঙ্গা, ও ভুয়ো ভোটার বুথের লাইনে দাড় করিয়ে দেওয়া সহ খবর করতে গিয়ে সাংবাদিকদের মারধোর, পোলিং এজেন্টদের হেনস্থা একাধিক অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। তারই প্রতিবাদে সোমবার বাংলা জুড়ে বনধ ডাকা হয়েছে। এদিকে উত্তর ২৪ পরগণা জেলার ভাঁটপাড়া বাদ যায়নি এই অশান্তি থেকে। ছাপ্পাভোটের অভিযোগ তুলেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিকে রাজ্য সরকার ঘোষনা করেছে, আগামী সোমবার সব কিছু খোলা থাকবে। সরকারি-বেসরকারি স্কুল-কলেজ সব খোলা সহ সমস্ত ধরণের বাজার সহ পরিবহণ ব্যবস্থা সচল থাকবে। যারা জন্য নজরদারিতে থাকবে পুলিশ।   

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: