মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

ছেলেটা মুসলিম বলে সবাই ঝাঁপিয়ে পড়েছে: বিজেপি নেতা দিলীপ ঘোষ

bjp-leader-dilip-ghosh-comments-on-anish-khan-murder-in-howrah
চিত্র: বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং আনিশ খান

নিজস্ব সংবাদদাতা: রাজ্যজুড়ে আনিশ খান হত্যা নিয়ে তোলপাড় তা রাজ্য রাজনীতি হোক কিংবা সড়ক হোক। বিশেষ করে বাম ছাত্র সংগঠন ঝাঁপিয়ে পড়েছে ঘটনা প্রসঙ্গে। হত্যার সত্যতার সন্ধানে গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশে তিন সদস্যের সিট গঠন করা হয়েছে। যা আগামী ১৫ দিন পরে রিপোর্ট জমা করবে। যেখানে সত্যতা উঠে আসবে ঠিক কি ঘটেছিল সেদিন? কারা এসেছিল পুলিশের পোশাকে।
এবার আনিশ খান হত্যা নিয়ে মুখ খুললেন, বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি জানান, "একটা ছেলে মারা গেছে সন্দেহজনক অবস্থায়। বিধানসভা ভোট পরবর্তী হিংসায় আমাদের ৫০ জন কর্মী মারা গেছিলো তখন তো কেউ মনে করেনি এটা অমানবিক কাজ ছিলো। আর এখন সিট গঠন করা হয়েছে বাস্তবকে চাপা দিতে। আমরাও চাই এর নিরপেক্ষ তদন্ত হোক। এটি একটি রাজনৈতিক হতে পারে। ছেলেটা যেহুতু মুসলিম তাই সবাই ঝাঁপিয়ে পড়েছে। 
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: