বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

প্রয়াত হলেন হুগলির ছেলে ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত

ex-footballer-surajit-sengupta-passes-away
চিত্র: প্রয়াত ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত

নিজস্ব সংবাদ: ফের ভারতীয় ফুটবল জগতের নক্ষত্র পতন। করোনা কেড়ে নিলো ফুটবলার সুরজিৎ সেনগুপ্তকে(Surajit Sengupta)। সুরজিৎ সেনগুপ্ত ছিলো হুগলির(Hooghly) চকবাজারের ছেলে। ছোটোবেলার পাঠ শেষ করেছে হুগলি ব্রাঞ্চ স্কুলেই। এরপর হুগলি মহসিন কলেজে(Hooghly Mohsin College) পড়াশুনা করতে করতেই রবার্ট হাডসন ক্লাবে খেলা শুরু করেন। এখান থেকে খিদিরপুরে যোগ দেন। সেখানেই শুরু হয় উন্থান। নাম-ডাকের ছড়াছড়ি। সুরজিৎ সেনগুপ্তর বাবা সুহাস সেনগুপ্ত ছিলেন ডানলপ কারখানার কর্মী।  খিদিরপুরের পর মোহনবাগানে আগমন, তার পরের বছর ইস্ট বেঙ্গল। ভারতীয় ফুটবল দলের সদস্য ছিলেন সুরজিৎ সেনগুপ্ত। ফুটবলার সুরজিৎ গোল করতেন অসাধারণ। যা দক্ষিন কোরিয়ার একটি খেলাকে বার-বার মনে করিয়ে দেয়। 

সন্তোষ ট্রফিতে পশ্চিমবঙ্গের হয়ে খেলেছেন। সুরজিৎ সেনগুপ্ত শুধুমাত্র পেশাদার হিসেবে ফুটবলার ছিলেন তাও কিন্তু নয়। ক্রিয়া সাংবাদিক হিসেবেও বাংলার বহুল প্রচলিত একটি দৈনিক পত্রিকায় ক্রিয়া বিভাগে যুক্ত হয়ে লেখালিখিও করেছেন। জানা যায়, গত ২৩ -শে জানুয়ারি কোভিড-১৯ (COVID-19) নিয়ে ভর্তি হয় ই.এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। ২৯-শে জানুয়ারি থেকে ভেন্টিলেশনে রাখা শুরু হয়। মৃত্যুকালীন বয়স ছিল ৭০ বছর বয়স। বৃহঃস্পতি বার দুপুরে ১:৪৫ মিনিটে বাংলার ফুটবল জগতের এক নক্ষত্র পতন ঘটে। তার সংসারে এখন রয়েছেন স্ত্রী ও এক ছেলে। এহেন মৃতুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলার ক্রিয়া জগতে। 
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: