বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

চার পৌরসভা নির্বাচনে বামেরা দ্বিতীয়, পিছিয়ে বিজেপি, রিপোর্ট চাইলো দিল্লী

left-is-second-in-the-four-municipal-elections-followed-by-the-bengal-bjp
ছবি: পুরভোটে বাম বনাম বিজেপি পার্টি

ওয়েব ডেস্ক: এবার চার পৌরসভা নির্বাচনে কোথাও বিজেপি তৃতীয় নয় চতুর্থ স্থানে। ২০১৪ সাল পর্যন্ত বামের ঘরে বাম ভোটার মোটামুটি ছিল। কিন্তু দিন যত এগোচ্ছিলো ২০১৪ লোকসভা ভোটের পরই বামের ভোট রামের ঝুলিতে যাচ্ছিলো। এবারের চার পুরনিগম ভোটের ফলাফল থেকে এটুকু বোঝা যাচ্ছে স্পষ্টভাবেই, রাম বুঝি এবার ঘরে ফিরতে চলেছে। বামের ঝুলি ফের ভারি হতে চলেছে। স্পষ্ট যে বিজেপি থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিচ্ছে। কারণ আছে একের পর এক অগণিত। 

দেখা গেছে, অনেক পৌর-সভাতেই বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয়স্থানে উঠে এসেছে বামেরা। চাঙ্গা হচ্ছে বামেরাও। এই ঘটনাতে কেন্দ্রীয় নেতৃত্ব রেগে আগুন। রাজ্য কমিটি থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, উত্তরপ্রদেশের বিধানসভা ভোট মিটলেই বাংলার রাজ্য নেতাদের সাথে বৈঠকে বসবে। 

  • Published By: BIPRADIP DAS 


Share This

0 Comments: