সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

আনিস খান হত্যা কান্ডে তিন সদস্যের সিট গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর

chief-minister-mamata-orders-formation-of-three-member-seat-in-anis-khan-murder-case
চিত্র: আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিস খান

নিজস্ব সংবাদদাতা: এবার আনিস খান হত্যা কান্ডে তিন সদস্যের সিট গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানা যায়, সিআইডির অ্যাডিশনাল ডিজি জ্ঞানবন্ত সিংয়ের নেতৃত্বে ৩ জন সদস্যের সিট গঠন করা হবে। সদস্যর মধ্যে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, অপর জন হলেন সিআইডি মিরাজ খলিদ এবং ব্যারাকপুরের যুগ্ম পুলিশ কমিশনার ধ্রুবজ্যোতি দে। যারা ১৫ দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট পেশ করবে। ইতিমধ্যে তদন্তকারী দল আমতায় পৌঁছে গেছে। ডিজি সাংবাদিক বৈঠক করে জানান, এই ঘটনা সম্পূন নিরপেক্ষ ভাবে তদন্ত হবে। যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও আগেভাগেই নির্দেশ দিয়েছেন। 

আরও খবর, নিরাপত্তার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ ভাটপাড়ার তিন বিজেপি প্রার্থী

সেদিনের ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, রাত ১ টায় চার জন পুলিশ আসে যার মধ্যে পুলিশের উর্দিধারী ১ জন ছিলেন এবং বাকি ৩ জন সিভিক ভলেন্টিয়ার ড্রেসেই ছিলেন। প্রথমে আনিসকে ডাকাডাকি করে ছেলেকে জামিন করিয়ে নিতে এমন বার্তা নিয়ে। এরপর আনিশের বাবা বেরিয়ে এসে কথাবার্তা শুরু হয়। এরই মধ্যে আনিশের বাবা সালেম খানকে একটি রুমে আটকে রাখে। এবং ৩ জন উপরে চলে যায় আনিশের কাছে। সালেম খান জানান, "ছেলেকে কি দিয়ে মারলো জানিনা তবে একটু বাদেই ওই ৩ জন নীচে নেমে এসে জানায়, স্যার কাজ হাসিল হয়ে গেছে। এরপর চারজন বেরিয়ে যায়"। তারপর সালেম খান গিয়ে দেখেন ছেলে আনিশ খান রক্তাত্ব অবস্থায় নীচে পড়ে আছে। সাথে সাথে হাসপাতালে নেওয়া হলেও ছেলেকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে নেওয়ার ৫ মিনিটের মধ্যে রাস্তাতেই ছেলের মৃত্যু ঘটে এমনটাই বলেছেন আনিশ পিতা সালেম খান। 

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: