বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

কৃষ্ণনগরের স্কুলে প্রধান শিক্ষক এবং ভূগোল শিক্ষকের মধ্যে হাতথাতি

clashes-between-headmaster-and-geography-teacher-at-krishnanagar-collegiate-school
চিত্র: কৃষ্ণনগরের স্কুলে দুই শিক্ষকের হাতাহাতি

ওয়েব ডেস্ক: উঠেই সপাটে চড় ভূগোল শিক্ষকের! তারপর প্রধান শিক্ষকও দিলো এলোপাথারি ঘুসি-কিল। লেগে গেলো হাতাহাতি। এমনটাই ঘটনা ঘটছে বুধবার কৃষ্ণনগরের কলেজিয়েট স্কুলে। কৃষ্ণনগরের কলেজিয়েট স্কুল একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। এই বিদ্যালয়ের বিশেষ নাম-ডাক সম্মান আছে। স্কুল সূত্রে, ঘটনা প্রসঙ্গে জানা যায়, ভূগোল শিক্ষক বেতনের স্টেটমেন্ট চান প্রধান শিক্ষকের কাছে কিন্তু প্রধান শিক্ষক কিছুতেই বেতনের স্টেটমেন্ট দিতে নারাজ। এই বিষয়ে কিছু বললেই নাকি এড়িয়ে যেতেন। এটাই সূত্রপাত ক্ষোভের। এরপর ভূগোল শিক্ষক সিদ্ধান্ত নেন, অবস্থান বিক্ষোভ করবেন সেই কথামতো অবস্থান বিক্ষোভে বসেন। কিন্তু তখন প্রধান শিক্ষক কিছু বলটে যাচ্ছিলেন, আর সেই সময় ভূগোল শিক্ষক চেয়ার দিয়ে উঠেই উঠেই সপাটে চড় প্রধান শিক্ষকের মাথায়। শুরু হয় হাতাহাতি। তড়িঘড়ি করে হাতাহতি থামিয়ে দুজনকে আলাদা করে দেওয়া হয়। হাতাহতি প্রসঙ্গে, প্রধান শিক্ষকের যুক্তি, আত্মরক্ষার স্বার্থে এমন কাজ করেছি। 

Published By: BIPRADIP DAS 


Share This

0 Comments: