বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী নয়! প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চালু করতে হবে

classes-should-be-started-from-first-to-twelfth-class
চিত্র: বিক্ষোভ নিখিল বঙ্গ শিক্ষক সমিতির

বিশ্বজিৎ নাথ: অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী নয়। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাঙ্গনে শিক্ষা চালু করতে হবে। প্যারা ও চুক্তি ভিত্তিক পেশা সংক্রান্ত সমস্যার সমাধান করতে হবে। মিড-ডে মিলের বরাদ্দ কমানো চলবেনা। অবসরের সঙ্গে সঙ্গেই পেনশন চালু করতে হবে।এইসকল আট দফা দাবিতে মঙ্গলবার ব্যারাকপুর ডিআই অফিসে বিক্ষোভ প্রদর্শন করলো নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। এই বাম শিক্ষক সংগঠনের  ব্যারাকপুর মহকুমা দক্ষিণ শাখার পক্ষ থেকে এদিনের বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির রাজ্য কমিটির সভাপতি কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য, উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক অশোক রায়, ব্যারাকপুর দক্ষিণ মহকুমা শাখার সম্পাদক শুভব্রত চক্রবর্তী-সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

আরও খবর, আজ থেকে পাড়ায়-পাড়ায় শিক্ষালয়

এদিন বাম শিক্ষক সংগঠনের  সদস্যরা ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে মিছিল করে ঘোষপাড়া রোড ধরে ব্যারাকপুর শিক্ষা ভবন ডি আই অফিসে গিয়ে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। তারপর পাচঁজনের প্রতিনিধি দল জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দিলেন। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির ব্যারাকপুর দক্ষিণ মহকুমা শাখার সম্পাদক শুভব্রত চক্রবর্তী বলেন, অষ্টম শ্রেণীর ছাত্র স্কুলে গিয়ে ক্লাস করবে।  আর সপ্তম শ্রেণীর ছাত্র পাড়ার শিক্ষালয়ে যাবে। এটা হতে পারে না। প্রথম থেকে সপ্তম শ্রেণী অবিলম্বে খুলতে হবে। অন্যথায় তারা আন্দোলনে সামিল হবেন।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: