মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

আনিশ খান হত্যা ঘটনায় পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করলেন সুজন চক্রবর্তী

cpim-leader-sujan-chakraborty-has-demanded-the-resignation-of-the-police-minister-in-the-anish-khan-murder-case
চিত্র: সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী

বিশ্বজিৎ নাথ: হাওড়ার আমতার আই.এস.এফ ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর ঘটনা নিয়ে উত্তাল গোটা বাংলা। ঘটনার দিন আনিশের পিতা অভিযোগ জানানো সত্ত্বেও কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার তিন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দলীয় প্রার্থীদের সমর্থনে কামারহাটিতে ভোট প্রচারে এসে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করলেন। সুজন বাবুর দাবি, এই পুলিশ মন্ত্রী থাকলে মৃতের পরিবার বিচার পাবে না। কর্তব্যে গাফিলতির দোহাই দিয়ে ওই তিন পুলিশ কর্মীকে বলির পাঁঠা করা হল। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর অভিযোগ, পুলিশ মন্ত্রী নিজের খুশি মতো চলছেন। এখন মৃত ছেলেটির ওপর দোষ চাপানো হচ্ছে।

  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: