রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

পিপিপি মডেল নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু

education-minister-bratya-basu-clarified-his-position-on-the-PPP-model
চিত্র: শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু 

নিজস্ব সংবাদ: একদিকে যখন কেন্দ্রীয় সরকার দেশের একের-পর এক সরকারী সংস্থা বেসরকারিকরণে উদ্যোগী তখন অন্যদিকে রাজ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে স্কুল চালানো নিয়ে একটি খসড়া প্রকাশ্যে এসেছিল। যেখানে স্কুল শিক্ষা সচিবের সই আছে। গত কয়েকদিন ধরেই রাজ্যে উত্তাল স্কুলগুলি বেসরকারীকরন নিয়ে। যা নিয়ে বিরোধীরা প্রতিবাদ শুরু করেছে। এবার রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু নিজের অবস্থান স্পষ্ট করলেন, "পিপিপি মডেল স্কুল" প্রসঙ্গে। নিজেই সাফ জানিয়ে দিলেন, পিপিপি মডেল নিয়ে কোনো আলোচনাই হয়নি। এহেন বিষয় নিয়ে তার কাছে কোনো খবর নেই। তার মতে, ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। যদি তাই হয় এবার প্রশাসনের কাছে এফআইআর করতে হবে এমনটাই ভাবতে হবে। 


খসড়ার এমন বক্তব্য ছিলো, স্কুলের জমি এবং পরিকাঠামো সরকারের কিন্তু স্কুলের প্রশাসনিক দেখভালের দায়িত্ব বেসরকারি সংস্থায়। যেমন, স্কুলগুলির ছাত্র-ছাত্রীদের ফি কাঠামো বেসরকারি সংস্থা নির্ণয় করবে। স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ সবই দেখভাল করবে ওই সংস্থার মালিক। এমনই খসড়া বের হতেই বিভিন্ন জল্পনা শুরু হয়। বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে। অনেকে প্রশ্ন উঠাতে শুরু করেছে, তাহলে কি সরকার শিক্ষার দায়িত্ব থেকে হাত গুঁটিয়ে নিতে চলেছে। পাশাপাশি আশঙ্কা করা হচ্ছিল, স্কুলগুলি বেসরকারিকরণ হলে ছাত্র-ছাত্রীদের ভর্তির ফি সহ একাধিক ফি বৃদ্ধি পাবে যা অনেক পরিবারের পক্ষেই সামলানো অতি কঠিন। যা নিয়ে ইতিমধ্যে চিন্তিত পিতা-মাতারা। 
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: