শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

পুলিশ সরে গেলে তৃণমূল ও গুন্ডাদের খুঁজে পাওয়া যাবে না, দাবি অর্জুন সিংয়ের

if-the-police-move-the-grassroots-and-thugs-will-not-be-found-claims-arjun-singh
চিত্র: অর্জুন সিং সাংবাদিকদের মুখোমুখি

বিশ্বজিৎ নাথ: পুলিশ সরে গেলে তৃণমূল ও গুন্ডাদের খুঁজে পাওয়া যাবে না। শনিবার এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। উল্লেখ্য, রবিবার বিজেপি প্রার্থীদের সমর্থনে ভাটপাড়ায় ভোট প্রচারে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আসার ঠিক  আগের দিন  ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সাধনা সিংয়ের সমর্থনে ঘোষপাড়া রোডের ধারে লাগানো ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে।  

ফ্লেক্স ও ব্যানার ছিঁড়ে দেওয়া প্রসঙ্গে সাংসদ অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া, ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুনিতা সিংয়ের ছেলে নেশাগ্রস্ত হয়ে এসব করেছে। তবে নির্বাচন কমিশন ও পুলিশকে জানিয়ে কোনও লাভ নেই। ভোটের দিনই বোঝা যাবে, মানুষ কাকে চাইছে। যদিও স্থানীয় তৃণমূল যুব নেতা বিপ্লব মালো বলেন, তৃণমূল কংগ্রেস এই ধরনের ব্যানার, পোষ্টার ছেঁড়ার রাজনীতি পছন্দ করে না। ওদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: