রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

চিনের কাছে আর্থিক সাহায্য দরবারে পাক-প্রধানমন্ত্রী ইমরান খান

imran-khan-at-the-court-of-financial-assistance-to-china
চিত্র: পাক-প্রধানমন্ত্রী ইমরান খান চিন সফরে

আন্তজার্তিক ডেস্ক: পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। পাক-কোষাগারের অবস্থা হাড়ির হাল। আশের-পাশের উন্নত কোনো দেশই পাকিস্তানে বিনিয়োগ করতে নারাজ। পাক প্রধানমন্ত্রী ইতিমধ্যে চিনে রয়েছেন। জানা গিয়েছে, "বেজিংয়ের শীতকালিন অলিম্পিক্সের উদ্ভোবনি অনুষ্ঠানে হাজিরা দিতে গেছেন, কিন্তু অনুষ্ঠানে গেছেন ঠিকই উদ্দেশ্য অন্য। উদ্দেশ্য একটাই বিতর্কিত চায়না-পাকিস্তান ইকনোমিক করিডর দ্বিতীয় পর্যায়ে কাজ শুরু করার আর্থিক সাহায্য চাওয়ার জন্য। সেই নিয়ে ইতিমধ্যে চায়নার প্রধানমন্ত্রী লি খ্যছিয়াং -এর সাথে এবং বিভিন্ন ব্যবসায়ীদের সাথে আলোচনা করেছেন। এরজন্য আগামী দিনে চায়নার জন্য পাকিস্তানের মাটিতে বিভিন্ন রাস্তা খুলে দেওয়া বা পাক-জমি ব্যবহার করার প্রতিশ্রুতিও দিয়েছেন। বলে রাখা দরকার, এই বিতর্কিত করিডর পাক-অধিষ্যুত কাশ্মীরের মধ্য দিয়ে গেছে। 
  • Published By: BIPRADIP DAS 

Share This

0 Comments: