সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

অশোকনগরে প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক চুরি মন্দিরে, ঘটনার মুহূর্তের ছবি বন্দি সিসিক্যামেরায়

In the stolen temple in Ashoknagar
চিত্র: দুঃসাহসিক চুরি মন্দিরে

সজল দাশগুপ্ত: প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক চুরি। ঘটনাটি ঘটেছে অশোকনগর গোলবাজার হরি মন্দিরে। ঘটনাস্থলে পুলিশ এসে খতিয়ে দেখছে। ইতি মধ্যে মন্দিরের ভিতরে থাকা সিসিক্যামেরায় ঘটনার মুহূর্তের ছবি বন্দি হয়েছে। চাঞ্চল্য গোলবাজার এলাকায়। ব্যবসায়ীরা জানিয়েছেন,গত পরশুদিন অর্থাৎ শনিবার অশোকনগর গোলবাজারে হরি মন্দিরের বাৎসরিক হরিনাম কীর্তন অনুষ্ঠান সম্পন্ন হয় সেই সময়ে অগণিত ভক্ত তারা প্রণামীর বাক্সে প্রনামী হিসেবে টাকা দেন। রবিবার দুপুরে মন্দিরে কেউ না থাকার সুযোগ নিয়ে পেছনের দরজা দিয়ে মন্দিরের ভেতরে ঢুকে মন্দিরের প্রনামী বাক্স ভেঙে আনুমানিক প্রায় 50 হাজার টাকা নিয়ে চম্পট দেয়।

আরও খবর, পুলিশ রিগিংয়ে সহায়তা করলে মানুষ ইভিএম ভেঙে দেবে হুঁশিয়ারি অর্জুনের

ঘটনা প্রসঙ্গে জানা গেছে, সোমবার সকালে একের পর এক সদস্যরা মন্দিরে প্রবেশ করতে নজরে আসে মন্দিরে মুল প্রণামী বাক্সটি নেই। খোঁজাখুঁজির পর দেখতে পায় মন্দির এর পেছনে প্রনামী বাক্সটি ভাঙা অবস্থায় পরে রয়েছে নর্দমায়। নগদ টাকা নিয়ে চোর পালিয়ে গেলেও খুচরো পয়সা রেখে যায় বাক্সে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ। চুরির ঘটনা সিসিক্যামেরা বন্দি।সিসিক্যামেরার সময় অনুযায়ী রবিবার দুপুর 3.30 মিনিট নাগাদ চুরির ঘটনা ঘটেছে।ইতিমধ্যেই সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত করছে অশোকনগর থানার পুলিশ।তবে চুরির খবর গোলবাজার চত্বর এলাকায় ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: