শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

পুরভোটের মুখে ব্যারাকপুরে বিজেপিতে বড়সড় ভাঙন, অর্জুন ঘনিষ্ঠ তৃনমূলে

in-the-face-of-the-pre-poll-there-was-a-big-split-in-the-bjp-in-barrackpore
চিত্র: বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

বিশ্বজিৎ নাথ: পুরভোটের মুখে বড়সড় ভাঙন শিল্পাঞ্চলে। বিজেপি সাংসদ ঘনিষ্ঠরা তৃণমূলের ঘরে ফিরলেন। শনিবার ব্যারাকপুর প্রশাসণিক ভবনে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সৌরভ সিং, গারুলিয়ার ১৭ নম্বর ও ১২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী যথাক্রমে সুনীল সিং ও আদিত্য সিং। এরা সম্পর্কে পিতা-পুত্র। সৌরভ সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো এবং সুনীল সিং সাংসদের ভগ্নিপতি। রবিবার বেলায় ব্যারাকপুর জেলা অফিসে আনুষ্ঠানিকভাবে এঁরা তৃণমূলের পতাকা ধরবেন। এদিন প্রশাসনিক ভবনে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ব্যারাকপুর-দমদম সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পার্থ ভৌমিক-সহ অন্যান্য নেতৃবৃন্দ। তবে সৌরভ-সুনীল সিংদের দাবি, বিজেপি দলে সম্মান না পেয়েই তাদের ঘাসফুলে ফেরা।

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: