রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

ভোট দিলেন সপরিবারে করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, শান্তিপূর্ণ পরিবেশ রাখার বার্তা

karimpur-mla-bimalendu-singh-roy-and-his-family-voted
চিত্র: ভোটপ্রয়োগ করলেন বিধায়ক বিমলেন্দু সিংহ রায় 

নিজস্ব সংবাদদাতা: সকাল থেকে ১০৮ টি পৌরসভার ভোট চলছে। নদীয়া জেলার মোট দশটি পৌরসভায় ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন পৌরসভায় ওয়ার্ডে ওয়ার্ডে বুথ গুলিতে সাধারণ ভোটারদের লাইন লক্ষ করা যাচ্ছে। অনুমান বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো বাড়তে পারে। সামান্য কয়েকটি জায়গায় ইভিএম মেশিন বিকল হওয়ার খবর উঠে এলো বড়সড় কোন অশান্তি খবর এখনও পাওয়া যায়নি গোটা নদীয়া জেলা জুড়ে। সশস্ত্র রাজ্য পুলিশ এবং একজন পদাধিকার অফিসার এর তত্ত্বাবধানে বুথ গুলিতে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে।

আরও খবর, মালদার ইংরেজবাজারে ভোটগ্রহণকে কেন্দ্ৰ করে উত্তেজনা

এদিকে কৃষ্ণনগর পৌরসভা নির্বাচন উপলক্ষে নদিয়া জেলার প্রাইমারি শিক্ষা সংসদের চেয়ারম্যান তথা করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়(Bimalendu Singh Roy) সপরিবারে ভোটদানে অংশগ্রহণ করলেন। ভোট দিয়ে সবার উদ্দেশ্যে জানান শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং তৃণমূল কংগ্রেসের ওপর জনসাধারণের বড় ভরসা তৃণমূল কংগ্রেস বড় ব্যবধানে ও বহু আসন নিয়ে আসন্ন নির্বাচনে ফের জিততে চলেছে।

আরও খবর, বনগাঁতে বুথের বাইরেই কেঁদে ভাসালেন বিজেপি প্রার্থী

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: