বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

আনিস খুনের প্রতিবাদে উত্তাল মহানগর, গেপ্তার দুই পুলিশ

kolkata-is-up-in-arms-in-protest-of-anis-murder
চিত্র: উত্তাল কলকাতার রাজপথ

বিশ্বজিৎ নাথ: ছাত্র নেতা আনিস খুনের প্রতিবাদে উত্তাল মহানগর। ঘটনার চারদিন বাদে আমতা থানার হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবুও ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন অব্যাহত। ছাত্র নেতা আনিস খুনের বিচারের দাবিতে বুধবার বিকেলে এন্টালি থেকে মিছিল করে বাম ছাত্র সংগঠন এস এফ আই। মিছিল পার্কসার্কাস সেভেন পয়েন্ট মোড়ে আসতেই পুলিশ সেই মিছিলকে আটকে দেয়। 

দুপক্ষের মধ্যে চলে ধস্তাধস্তি। ক্ষুব্ধ এস এফ আইয়ের কর্মীরা কিছুক্ষন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। এদিন আনিস কাণ্ডের প্রতিবাদে পড়ুয়ারা যাদবপুর থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল করে।  পাশাপাশি নিউটাউন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। আনিস হত্যার প্রতিবাদে বুধবার সন্ধেয় গণ সংগ্রামী মঞ্চের তরফে বেলঘড়িয়া স্টেশন থেকে নন্দননগর পর্যন্ত ধিক্কার মিছিল করে গণ সংগ্রামী মঞ্চ। তাছাড়া সিপিআইএম খড়দা রহড়া এরিয়া কমিটির পক্ষ থেকে এদিন মৌন মিছিল করা হয়।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: