সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

আনিস খানের হত্যার প্রতিবাদে বামেদের মিছিল শিলিগুড়িতে

left-front-march-in-siliguri-to-protest-anis-khan-assassination
চিত্র: বামেদের মিছিল শিলিগুড়িতে

ওয়েব ডেস্ক: আলিয়া বিশ্ববিদ্যালয়ের  ছাত্র নেতা আনিস খানের হত্যার প্রতিবাদে বামেদের ছাত্র-যুব সংগঠন প্রতিবাদ মিছিল শিলিগুড়ি আশিঘর থানার  সামনে। জানা যায়, আনিস খান হত্যার সাথে যুক্ত থাকা অপরাধীদের গেপ্তারের দাবিতে বিক্ষোভ সহ মিছিল করা হয়। বামের স্থানীয় লোকাল কমিটির সম্পাদক তথা বাম নেতা গোপাল পাল জানান  ছাত্র নেতা আনিস খান কে খুন করে ছাত্র আন্দোলনকে রুখতে পারবে না রাজ্য সরকার। আনিস খানের খুনিদের অবিলম্বে গ্রেফতার করে তাদের শাস্তি দিতে হবে। পুলিশের পোশাক পরে কারা গিয়েছিলো গভীর রাতে আনিসের বাড়িতে তার জবাব দিতে হবে রাজ্যর পুলিশ সহ রাজ্য সরকারকে। 

আরও খবর, সোমবার বাংলা বনধের ডাক বিজেপির

গোপাল পাল আরো জানান, প্রতিবাদী ছাত্র নেতা আনিস খানের খুনিদের শাস্তির দাবিতে গতকাল  হাওড়া গ্রামীণ এস.পি অফিস পর্যন্ত শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ করে কাঁদানে গ্যাস এবং তৃণমূলের দুষ্কৃতীরা বোমা নিক্ষেপ করে। এরপর ছাত্র সংগঠনের নেতা সৃজন ভট্টাচার্য সহ বাম যুব সংগঠনের নেত্রী মীনাক্ষী মুখার্জিকে গেপ্তার করে পুলিশ। যদিও কিছুক্ষণ বাদেই তাদের ছেড়ে দেওয়া হয়। খুনিদের গেপ্তারের দাবি পূর্ণ না হলে আগামীদিনে আরও বৃহতর আন্দোলন করা হবে।   

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: