শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

দীর্ঘদিনের বেহাল রাস্তা, হুশ নেই পঞ্চায়েতের অবশেষে বিধায়ক মেরামতের কাজ শুরু করলেন

nadia-karimpur-long-dilapidated-road-repairs-began
চিত্র: বিধায়ক বিমলেন্দু সিংহ রায় রাস্তা উদ্ভোবনে

নিজস্ব প্রতিনিধি: নদীয়ার করিমপুর বিধানসভা এলাকায় গোড়ভাঙা গ্রামে দীর্ঘদিন ধরে একটি রাস্তা বেহাল অবস্থায় ছিলো। দাবি ওঠে রাস্তা সংস্কারের। ভোট আসে-যায়। কিন্তু স্থানীয় পঞ্চায়েতের কোনো হেলদোল নেই রাস্তা মেরামতের। গ্রামের মানুষজনের পক্ষ থেকে বহুবার আবেদন করেও সাড়া মেলেনি। ওই গ্রামে আজহার ফকির আশ্রম খুব প্রসিদ্ধ।আশ্রমের কর্ণধার মনসুর ফকির রাস্তা সংস্কারের জন্য বিভিন্ন দপ্তর ও পঞ্চায়েতে আবেদন করলেও উনার আবেদনে কেউ সাড়া দেননি। এভাবেই স্থায়ী থাকে দিনের-পর-দিন রাস্তার দুর্দশার চিত্র। 

অবশেষে খবর আসে করিমপুর বিধানসভার বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের কাছে, তৎক্ষণাৎ তৎপর হয়ে বিধায়ক তহবিল অর্থ বরাদ্দ করে এই রাস্তা সংস্কারের উদ্যোগী হন। রাস্তা মেরামতের জন্য  বরাদ্দ হয় বিধায়ক তহবিলে অর্থানুকূল্যে ৭,৯৮,৫৩০ টাকা। ইতিমধ্যে প্রসিদ্ধ আশ্রম আজহার ফকির থেকে আবু তাহের বাড়ী পর্যন্ত রাস্তা তৈরি কাজ শুরু হয়। 

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: