শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে খরচ লাগবেনা

no-cost-anything-to-repatriate-indian-students-stranded-in-ukraine
সংগ্রহীত ছবি

ওয়েব ডেস্ক: বৃহঃস্পতিবার থেকেই রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালানো শুরু করেছে। ইউক্রেনের রাজধানীতে ঢুকে একাধিক জায়গায় আঘাত এনেছে রাশিয়া সেনাবাহিনী। ইউক্রেনে আটকে পড়েছে পড়াশুনা করতে যাওয়া ভারতের একাধিক পড়ুয়া। যার সংখ্যা প্রায় ১৮ হাজার। তাদের নিজের দেশে ফেরাতে তৎপর ভারত সরকার। ইতিমধ্যে জানা গেছে, সেখানে ২ ভারতীয় বিমান পাঠানো হয়েছে। তাদের ফেরানোর খরচ বহন করবে ভারত সরকার। যেসব পড়ুয়ারা আটকে পড়েছে তাদের পরিবারও রয়েছে উদ্বিগ্ন। 
ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের জন্য ইতিমধ্যে দিল্লীতে কন্ট্রোলরুম খোলা হয়েছে। তবে ১৮২ জন ভারতীয়দের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বাকিদের আনা সম্ভব হয়নি কারণ যুদ্ধের কারণে আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে যার ফলে ভারতের দু'ই বিমান ফিরে আসতে বাধ্য হয়েছে। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, তাদের ইউক্রেনের প্রতিবেশী চার দেশের সীমান্ত থেকে পড়ুয়াদের ফিরিয়ে আনা হবে। যার জন্য বিদেশমন্ত্রকের পক্ষ থেকে চারটি প্রতিনিধি দল চার দেশে ইতিমধ্যে পাঠানো হয়েছে। 
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: