বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

আনিশ কান্ডে ময়না তদন্তে গাফিলতি পুলিশের, কবর থেকে দেহ তোলার তোরজোড়

police-are-negligent-in-investigating-the-autopsy-of-anis
চিত্র: তদন্তে SIT কমিটি আনিশের বাড়িতে

নিজস্ব প্রতিনিধি: ফের আনিশ কান্ডে ময়না তদন্তে গাফিলতি পুলিশের। যদিও এমন অভিযোগ প্রথম থেকে আনিশ খানের পরিবার করে আসছিলো। মঙ্গলবার রাতে ফের সিট কমিটি আসে আনিশের বাড়িতে পরিবারের সাথে কথা বলার জন্য। পরিবারের অভিযোগের ভিত্তিতে এবার টনক নড়েছে সিট কমিটির। তারা কবর থেকে দেহ তুলে আবার ময়না তদন্তে পাঠানোর প্রস্তাব তোলে। তা নিয়ে ইতিমধ্যে ম্যাজিস্ট্রেটকে আর্জি জানানো হয়েছে। জানা যায়, এদিন আমতা থানার প্রাক্তন ওসি সৌমেন গঙ্গোপাধ্যায় ও বাগনান থানার অফিসার র‍্যাফ নিয়ে আসেন অনিশের বাড়িতে। অনিশের পিতা সালেম খান দেখতেই বলেন, "আপনি কে? উত্তরে ওই অফিসার জানান, আমি আমতার থানায় কর্মরত থাকা অবস্থায় আনিশের সাথে পরিচয় ছিলো।  

আরও খবর, সংখ্যালঘুরা বাংলায় এখন সুরক্ষিত নেই দাবি অর্জুন সিংয়ের

এদিকে আনিশের দাদাকে মঙ্গলবার গভীর রাতে এক অচেনা নাম্বার দিয়ে কেউ একজন ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে আনিশের দাদা। যার অডিও ক্লিপ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে। সেই অডিও ক্লিপের সত্যতা বিচার করেনি- নিউজ ভারত বাংলা পত্রিকা। অডিও ক্লিপে বলতে শোনা গেছে, "সিবিআই তদন্ত যদি চাও তাহলে বাপ-বেটাকে মার্ডার করে দেওয়া হবে"। আনিশের বাবা অডিও ক্লিপ প্রসঙ্গে বলেছেন, শুধু ওইটুকু বলেই ফোন রেখে দিয়েছে। আমার কাছে তা রেকর্ডিং করে রাখা আছে। 

  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: