শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

তৃণমূল কাটমানি ও তোলাবাজি ছেড়ে পারিবারিক লড়াইয়ে নেমেছে: রাহুল সিনহা

rahul-sinha-came-to-campaign-in-kharadaha-and-taunted-the-grassroots
চিত্র: খড়দাহতে রাহুল সিনহা

বিশ্বজিৎ নাথ: কাটমানি ও তোলাবাজির লড়াই ছেড়ে তৃণমূলে এখন পারিবারিক লড়াই চলছে। শুক্রবার বিকেলে খড়দার ৫ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থী দেবাশীষ গুহের সমর্থনে ভোট প্রচারে এসে এভাবেই তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। বিজেপি নেতার সংযোজন, মমতা আর অভিষেকের লড়াই কালীঘাট থেকে নিচুতলায় গিয়ে পৌছেছে। লড়াইটা এমন জায়গায় গিয়েছে, ভয়ে মমতা দলের সমস্ত পদ ছেটে ফেলে শুধুমাত্র নিজের পদ চেয়ারপার্সন রেখে দিয়েছে। রাহুল সিনহার দাবি, ধার কর আর ঘি খাও। মমতার এই নীতিতে পশ্চিমবাংলা আগামীদিনে দেউলিয়া হয়ে যাবে। দলীয় প্রার্থী দেবাশীষ গুহ প্রসঙ্গে তিনি বলেন, খড়দায় ওর ভালোই জনপ্ৰিয়তা রয়েছে। ভোট পরবর্তী হামলার শিকার হয়েছিল ওর পরিবারও। তবুও দমে না গিয়ে নির্বাচনে লড়াই করছে  দেবাশীষ।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: