শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে পেট্রোল-ডিজেলের দাম বাড়বে: নির্মলা সীতারামন

russia-ukraine-war-will-increase-petrol-diesel-prices
চিত্র: নির্মলা সীতারামন

ওয়েব ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে তেলের দাম বাড়ার আশঙ্কা করেছিল আন্তজার্তিক সম্পক বিশেষজ্ঞ মহল। বিশ্ব যখন করোনা মহামারি অতিমারি থেকে নিজেকে সুস্থ করছিল, চাঙ্গা হচ্ছিল বিভিন্ন দেশ সেই মুহূর্তেই ইউক্রেন বনাম রাশিয়া যুদ্ধ। এদিকে অর্থনৈতিকের আকাশে কালো মেঘ দেখছে সবাই। আজ ভারত সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, "ভারত এখন চ্যালেঞ্জের মুখে, বিশ্বকে এই অর্থনৈতিক গ্রাস থেকে বেড়িয়ে আসা দরকার। 

মানব কল্যাণের স্বার্থে ঘুরে দাঁড়ানো প্রয়োজন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে আন্তজার্তিক বাজারে অশোধিত তেলে দাম বেড়ে ব্যারেল প্রতি ১০৫ ডলারে এসে গেছে। এবার এই অশোধিত তেলের দাম বাড়লেই পেট্রোল-ডিজেলের দাম বাড়বে। সোনা এবং প্ল্যাটিনাম ধাতুরও দাম বাড়বে এই যুদ্ধের ফলে। রাশিয়ার উপর আমেরিকা একাধিক আর্থিক নিষেধাজ্ঞ জারি করেছে আগেই। আর তার ফলে ভারতের চা রফতানিতেও ধাক্কা খাবে। 

  • Published By: BIPRADIP DAS  


Share This

0 Comments: