শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

ইউক্রেন আত্মসমর্পণ করলে রাশিয়া আলোচনায় বসবে, বার্তা রাশিয়ার

russia-will-sit-down-for-talks-if-ukraine-surrenders-says-russia
চিত্র: রাশিয়ার বিদেশমন্ত্রী সেগেই লাভরভ

ওয়েব ডেস্ক: বুধবার ঢুকে পড়েছিল রাশিয়ার সেনা। এরপর বৃহস্পতি বার ভোর রাত থেকেই একের পর এক হামলার শিকার হতে হয় ইউক্রেনকে। অবশেষে ইউক্রেনের বিদেশমন্ত্রীর নয়া ঘোষণা, ইউক্রেন আত্মসমর্পণ করলে তবেই রাশিয়া আলোচনায় বসবে। এভাবে ঘোষণা করলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সেগেই লাভরভ। অন্যদিকে ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তরের দাবি, পুতিনের যুদ্ধবিমান এবং হেলিকপ্টার ধংস করা সম্ভব হয়েছে। এদিকে আজ থেকেই রাশিয়ার উপর একাধিক অর্থনৈতিক চাপ প্রয়োগ বাইডেন প্রশাসনের।

ইতিমধ্যে বাইডেন G7 সাথে বৈঠক সাড়েন সেখানেই আলোচনা রাশিয়ার বিভিন্ন ইস্যু নিয়ে। ব্রিটেনের প্রধানমন্ত্রীও বিভিন্ন ব্যাঙ্কে নিষেধাজ্ঞ জারি করেছে। কিন্তু এসব নিয়ে রাশিয়ার প্রেসিডেন্টের মাথাব্যাথা নেই। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ভিডিও বার্তার মাধ্যমে বলেন, "আমি জানি এই অর্থনৈতিক চাপ রাশিয়ার আগ্রাসনকে থামাতে পারবেনা। তবে এই অর্থনৈতিক কষ্টের ফল রাশিয়ার মানুষ ভোগ দীর্ঘমেয়াদি ভোগ করুক তারা ভাবুক কি বিপদ ডেকে এনেছে"। 
  • Published By: BIPRADIP DAS    

Share This

0 Comments: