বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

ভাটপাড়ায় সাইবার প্রতারণার শিকার স্কুল শিক্ষক, দাবি পাঁচ লাখ টাকা

school-teacher-victim-of-cyber-fraud-in-bhatpara
চিত্র: প্রতারণার শিকার স্কুল শিক্ষক

বিশ্বজিৎ নাথ: দেড় মাস আগে অচেনা নাম্বার থেকে হোয়াটসএপে একটি মেসেজ আছে। সেই মেসেজ লিংক খুলতেই বিপত্তি। এরপর ঘনঘন ফোনে ম্যাসেজ করে বলা হয়, লোন নিয়েছেন। এক ঘন্টার মধ্যে সেই লোন পরিশোধ করুন। ফোনের কন্টাক্ট লিস্টে থাকা স্কুলের অন্যান্য শিক্ষক, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের ফোন করে বলা হচ্ছে ওনাকে লোন পরিশোধ করতে বলুন। নতুবা আপনাদের একাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। এভাবে চাপে পড়ে গিয়ে  ভাটপাড়া থানার কুতুবপুরের বাসিন্দা স্কুল শিক্ষক তিলক রাজ ঘোষ ধাপে ধাপে প্রায় ৬০ হাজার টাকা পাঠান। 

ফোনের কন্ট্যাক্ট লিস্ট উড়িয়ে দিলে গুগুল ড্রাইভ হ্যাক করে সেখান থেকে ফোন নাম্বার সংগ্রহ করে তাদেরকে ফোন করে চমকানো হচ্ছে। বুধবার কর্ণাটক থেকে এক মহিলা ফোন করে পাঁচ লক্ষ টাকা দাবি করে। এরপর বাধ্য হয়েই তিনি বৃহস্পতিবার ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। আতঙ্কিত শিক্ষক তিলক রাজ ঘোষ বলেন, পুরো ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বুধবার ফোন করে পাঁচ লাখ টাকা দাবি করেছে। সাইবার প্রতারণা চক্রের উৎপাতে আতঙ্কিত শিক্ষক পরিবার।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: