বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

আজ থেকে পাড়ায়-পাড়ায় শিক্ষালয়! খুলে যাচ্ছে স্কুল-কলেজের গেট

today-to-reopen-west-bengal-school-college
চিত্র: পাড়ায়-শিক্ষালয় চালু 

ওয়েব ডেস্ক: বৃহঃস্পতিবার থেকে "পাড়ায়-পাড়ায় শিক্ষালয়" চালু হবে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী অবধি। পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিও খুলে যাচ্ছে। কলেজে কোভিড সামাজিক দুরুত্ব মেনেই ছাত্র-ছাত্রীদের বসানো হবে ক্লাসে। আজ থেকে বিশ্বভারতীয়র ক্লাসও শুরু হবে। শিক্ষা দফতর এই নিয়ে আগেই নির্দেশিকা দিয়েছিল, "আগামী ৩-রা থেকে পাড়ায়-পাড়ায় শিক্ষালয় প্রকল্প চালু হবে"। ইতিমধ্যে রাজ্যের প্রতিটি জেলায় স্কুল-ছাত্র পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, কোভিড প্রোটোকল মেনে ক্লাস হবে। মাস্ক, স্যানিটাইজ সহকারে ক্লাস করানো হবে। পাড়াতে বড় বড় মাঠ বেছে নেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণীদের ক্লাস হবে শনিবার এবং বুধবার করে। ষষ্ঠ শ্রেণীর ক্লাস হবে মঙ্গলবার এবং শুক্রবার করে। এবং সপ্তম শ্রেণীর পড়ুয়াদের ক্লাস হবে সোমবার এবং বৃহঃস্পতিবার করে।   

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: