শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

প্রার্থী বদলের দাবিতে নৈহাটিতে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

trinamool-activists-protest-in-naihati-demanding-change-of-candidates
চিত্র: বিক্ষোভ তৃণমূল কর্মীদের

বিশ্বজিৎ নাথ: প্রার্থী বদলের দাবিতে নৈহাটিতে বিক্ষোভ প্রদর্শন করলো তৃণমূলের কর্মী-সমর্থকরা। শুক্রবার সন্ধেয় নৈহাটি পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের ফেরিঘাটে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, বহিরাগত সুশীল দেবনাথকে এখানে তৃনমূলের প্রার্থী করা হয়েছে। ঘরের ছেলে লাল্টুকে প্রার্থী করতে হবে। সুখে-দুঃখে লাল্টুই সবার পাশে এসে দাঁড়ায়। সূত্র বলছে, তৃণমূলের সক্রিয় কর্মী লাল্টু ঘোষের এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে। 

ফেরিঘাটে একঘন্টা বিক্ষোভ চলার পর সেখানে উপস্থিত হন বিদায়ী পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়। তিনি সেখান থেকে আন্দোলনকারীদের হটিয়ে দেন। এই বিষয়ে বিদায়ী পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের দাবি, সুশীল দেবনাথ বহিরাগত নন। ৩১ নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত হয়ে যাওয়ায় ওনাকে এই ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে। এবারে অনেক নতুন মুখ আনা হয়েছে। আগামীদিনে আরও নতুনদের সুযোগ দেওয়া হবে। 

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: