মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

Weather-Update: সরস্বতি পূজাতে থাকবে বৃষ্টি! ক্ষতির মুখে জলবায়ু

Weather-Update: সরস্বতি পূজাতে থাকবে বৃষ্টি! ক্ষতির মুখে জলবায়ু
চিত্র: সরস্বতি পূজো (সংগ্রহীত)

ওয়েব ডেস্ক: প্রতিবার পশ্চিমীঝঞ্ঝার কারণে শীত এসেও জাঁকিয়ে ঠান্ডা দেওয়ার মুখেই বাঁধা পায়।বারবার এমন আবহাওয়া পরিবর্তনের জন্যই জলবায়ুতে একটা প্রভাব পড়ে। মাঝখানে বৃষ্টির ছুটি থাকলেও সেই বৃষ্টিই আবার মুখ তুলে তাকালো বাংলার দিকে। আর কিছুদিন বাদেই সরস্বতি পুজা। আবহাওয়া অফিস দফতরের সূত্রে জানা গেছে, আগামী বৃহঃস্পতি বার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। বর্তমানে বাতাসের তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস আগামী শুক্রবার থেকে বাতাসের তাপমাত্রা তিন ডিগ্রি বাড়বে বলে সংবাদ। কলকাতা সহ রাজ্যের একাধিক রাজ্যের জেলাতে ভারী বৃষ্টিপাত হবে। ফলস্বরুপ বলাই যাচ্ছে,"আগামী কিছুদিন বাদেই পুজো! আর সেই সময় বিরাজ থাকছে রাজ্যের একাধিক প্রান্তে বৃষ্টি"।   

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: