বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে কঠোর হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

west-bengal-student-credit-card-loan-will-be-provide-by-all-bank
চিত্র: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

ওয়েব ডেস্ক: ক্ষমতার আসার আগে বিধানসভা ভোট প্রাক্কালে কথা দিয়েছিলেন, ক্ষমতায় ফের ফিরলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দেওয়া হবে। সেই কার্ড দিয়ে দরিদ্র পরিবারের ছেলে-মেয়েরা ১০ লক্ষ টাকা ঋণ নিয়ে পড়াশুনা চালিয়ে যেতে পারবে কিন্তু রাজ্যের বহু ছেলে-মেয়েরা কার্ড পেলেও বেশীরভাগ ব্যাঙ্কগুলি ঋণ দিতে নারাজ। অনেক ব্যাঙ্ক এমনও দাবি করেছে, "পড়ুয়ারা এমন-এমন কোর্স নিয়ে পড়াশুনা করতে আগ্রহী যার চাকরি এই রাজ্যে নেই, ফলস্বরুপ লোন পরিশোধ করার একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। আবার এমন ঘটেছে, "স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাঙ্কে লোন করতে গেলে ব্যাঙ্কের কর্মকর্তা জমির দলিল-পরচা চাইছে"। এক কথায় রাজ্যের একাধিক ঘোষণা থাকলেও এই কার্ড নিয়ে আছে হাজারো অভিযোগ। 

তাই এবার স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে কঠোর হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল প্রশাসনিক বৈঠকে বলেন, "স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ দিতেই হবে ব্যাঙ্কগুলিকে, কোনো রকম অজুহাত শুনব না"। এই ঋণের গ্যারান্টার স্বয়ং রাজ্য সরকার। আরও বলেন, এই ঋণ বহু ব্যাঙ্ক দিচ্ছেনা। সমবায় ব্যাঙ্ক গুলিও দিচ্ছে, সমবায় ব্যাঙ্ক গুলিকে এই জবাব দিতে হবে ঋণ না দেওয়ার জন্য। অনেক ব্যাঙ্ক আবার অসহযোগিতা করছে ঋণ চাইলে। 

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: