বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

আবার বদল হলো উচ্চ-মাধ্যমিকের রুটিন

again-the-change-is-the-routine-of-higher-secondary
চিত্র: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

ওয়েব ডেস্ক: আবার বদল হলো উচ্চমাধ্যমিকের রুটিন। বৃহঃস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৈঠক করে ঘোষণা করেন। রুটিন পরিবর্তনের কারণ হিসেবে জানা গিয়েছে, জয়েন্ট এন্টাসের পরীক্ষার জন্যই উচ্চমাধ্যমিকের দিনক্ষন পিছিয়ে গেছে। বেশীরভাগ সময় দেখা যায়, জয়েন্ট এন্টাস পরীক্ষার দিনক্ষন উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিনের সাথে মিলে যায়। তাতেই বাধে জট! নবান্নে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব সহ স্কুল শিক্ষার কর্তারা ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কর্তারা।  

নয়া ঘোষণা মতে নতুন রুটিন অনুযায়ী, আগামী ২রা এপ্রিল প্রথম ভাষার পরীক্ষা হবে। মাঝে একদিন ছুটি রেখে ৪রা এপ্রিল হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা, ৫-ই এপ্রিল হবে বৃত্তি পরীক্ষা, ১৬ তারিখ অঙ্ক পরীক্ষা, ১৮ তারিখ অর্থনীতি পরীক্ষা, ১৯ শে এপ্রিল কম্পিউটার সায়েন্স এবং ২০-ই এপ্রিল কর্মাশিয়াল ল পরিক্ষা, ২২ তারিখ ফিজিক্স, ২৩ তারিখ স্যাটিসটিকস ও ২৬ তারিখ রসায়ন পরীক্ষা, ২৭ তারিখ বায়োলজি পরীক্ষা। জয়েন্ট এন্টাস পরীক্ষার ক্ষেত্রে পূর্বের ঘোষণা ছিল, আগামী ৬-ই এপ্রিল থেকে ২১-শে এপ্রিল। তা বদল করে ২১-শে এপ্রিল থেকে ৪মে করা হয়েছে।     

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: