বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

আফস্ফা নিয়ে বিরাট ঘোষণা মোদী সরকারের

Modi-government-big-announcement-about-afsfa
চিত্র: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি: এবার মোদী সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আফস্ফা(আর্মড ফোর্স স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট)-র পরিধি কমানো নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন। প্রায় দু'দশক ধরে উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ড, মণিপুর, অসম রাজ্য গুলিতে কিছু এলাকা কেন্দ্রের সশস্ত্র বাহিনীর অধীনে ছিলো। এর আগে গত বছর ৪ই ডিসেম্বর নাগাল্যান্ডের ওটিং গ্রামে খনি ফেরত গাড়িতে জঙ্গি সন্দেহে গুলি চালায়। তাতেই মৃত্যু হয়েছিল। সেই অসম রাইফেলসের গুলিতে ১৩ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছিল। এই ঘটনার পর থেকেই দুই রাজ্যের মধ্যে অশান্তকর পরিবেশ সৃষ্টি হয়। 

তারপর থেকেই আফস্পা (AFSPA) প্রত্যাহারের দাবি আরও জোরদার হয়েছিল। আফস্ফা কেন রেখেছিল কেন্দ্রীয় সরকার? আসলে, সরকারের যুক্তি ছিল, উত্তর-পূর্ব ভারতের সীমান্তবর্তী এই এলাকা গুলির নিরাপত্তার স্বার্থেই আফস্ফা প্রয়োগ করা হয়েছিলো। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে জানান, "একটি উল্লেখযোগ্য পদক্ষেপে, প্রধানমন্ত্রী শ্রী-এর নির্ণায়ক নেতৃত্বে GoI নরেন্দ্র মোদী জি কয়েক দশক পর নাগাল্যান্ড, আসাম এবং মণিপুর রাজ্যে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট (AFSPA) এর অধীনে অশান্ত এলাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।”

এছাড়া আরও বলেন, "AFSPA-এর অধীনে এলাকায় হ্রাস করা হল উন্নত নিরাপত্তা পরিস্থিতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি সরকারের দ্বারা বিদ্রোহের অবসান এবং উত্তর-পূর্বে স্থায়ী শান্তি আনতে ধারাবাহিক প্রচেষ্টা এবং বেশ কয়েকটি চুক্তির কারণে দ্রুত ট্র্যাক করা উন্নয়নের ফল"। আজ স্বরাষ্ট্রমন্ত্রীর নেওয়া এমন বড়ো সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বিশেষজ্ঞদের মতে এবার ধীরে ধীরে সেনা তুলে নেওয়া হবে।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: