সজল দাশগুপ্ত: কয়লা কাণ্ডে দ্বিতীয়বারের মতো ইডির ফের দিল্লীতে তলব সর্বভারতীয় তৃণমূলের সম্পাদক অভিষেক বন্ধোপাধ্যায় ও স্ত্রী রুজিয়াকে। প্রায় সাড়ে আট ঘণ্টা ইডি দফতরে একের পর এক প্রশ্নের মুখে জেরা! সম্মুখিন হচ্ছে কঠিন প্রশ্নের মুখোমুখি। বিশেষত থাইল্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে। জানা যায়, সকাল ১১ টায় অভিষেক বন্ধোপাধ্যায় ইডির দফতরে পৌঁছান। জেরার পর অভিষেক বাইরে বেড়িয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,"আমি আমার অবস্থানে অনড়, ১০ পয়সার অভিযোগ প্রমাণিত হলে আমি ফাঁসির মঞ্চে মৃত্যু বরন করব, আমি অন্য মেটিরিয়াল। ভোটে হেরে এখন সিবিআই, ইডি ব্যবহার করছে বিজেপি। তৃণমূল করি তাই আমি চোর! আর যারা বিজেপি করে তারা সব সাধু। এমনই ভাবে বিজেপিকে নিশানা করে কটাক্ষ করেন তিনি।
- Published By: BIPRADIP DAS
Categories:
পশ্চিমবঙ্গ রাজ্য
রাজনীতি
bangla bharat news channel
0 Comments: