মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

Amul-Milk: ফের আমুল দুধের দাম বাড়ল

again-the-price-of-amul-milk-went-up
চিত্র: আমুল দুধের দাম ঊর্ধ্বমুখী

ওয়েব ডেস্ক: সারা দেশ জুড়ে আমুল দুধের দাম বাড়ল। প্রতি লিটারে ২ টাকা করে বাড়িয়েছে গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারশন। এর আগেও ২০২১ সালে একবার দাম বাড়িয়েছিল আমুল দুধ সংস্থা। এবার থেকে আমুল গোল্ড দুধের দাম বেড়ে ৩০ টাকা হবে। আমুল তাজা, আমুল শক্তির দাম হবে ২৭ টাকা। দুধের দাম বাড়ার কারণ হিসেবে কর্তৃপক্ষ কাছ থেকে জানা গিয়েছে, "দুধ উৎপাদন কারী দ্রব্য এবং গবাদি পশুর খাবার বা প্যাকিজিং ইত্যাদির দাম বেড়ে যাওয়ার এমন মূল্য নির্ধারিত হয়েছে। 

আরও খবর, রাত পোহালেই মালদার দুই পৌরসভার ভোট গণনা

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: