চিত্র: জিনিপিংর সাথে আলোচনায় জো-বাইডেন |
ওয়েব ডেস্ক: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আজ ২৩ দিন। তার মাঝেই গতকাল চিনের প্রেসিডেন্ট শি জিনিপিং এবং আমেরিকার প্রেসিডেন্ট জো-বাইডেন দুই রাষ্ট্রপ্রধানের সাথে কথাবার্তা হয়। আলোচনার মুখ্য অংশটাই ছিলো ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে। গত ২৪-শে ফেব্রুয়ারি ভোর রাত থেকেই আকাশ সীমা লঙ্ঘন করে রাশিয়ার সেনা অভিযান শুরু হয়। দুই রাষ্ট্রপ্রধানের সাথে প্রায় ১ ঘণ্টা ৫০ মিনিট কথা হয়। বৈঠকে চিনের প্রেসিডেন্ট বলেন, "এই যুদ্ধের সাথে কারোর স্বার্থ জড়িত নয়! আমরা বিশ্বশান্তি চাই। এই শান্তির জন্য ওয়াশিংটনে যথাযথ দায়িত্ব নেওয়া উচিত"।
ইউক্রেনে যখন আগ্রাসী মনোভাব দেখাতে ব্যস্ত রাশিয়া তখন অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে "নিন্দা প্রস্তাব" আনতে অস্বীকার চিনের আর যা নিয়ে বেজায় চটেছে মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন। এই যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকার সেক্রেটারি অ্যান্টনি ব্লিঙ্কেন চিনের কাছে আবেদন করেন যাতে রাশিয়াকে যুদ্ধ থেকে বিরত করা।
- Published By: BIPRADIP DAS
0 Comments: