চিত্র: বাবুল সুপ্রিয় এবং শত্রুঘ্ন সিনহা |
ওয়েব ডেস্ক: গতকাল শনিবার রাজ্য নির্বাচন কমিশনার আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভায় উপনির্বাচন দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। আগামী ১২-ই এপ্রিল ভোট হবে দুই আসনেই আর তার ফলাফল ঘোষণা হবে ১৬-ই এপ্রিল। ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকেও প্রার্থী ঘোষণার কাজ পুরোপুরি শেষ। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমানে তৃণমূলের নেতা বাবুল সুপ্রিয় এবং আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপির এককালের নেতা ও অটল বিহারি বাজপেয়ি আমলের ক্যাবিনেট মন্ত্রী শত্রুঘ্ন সিনহাকে।
উপনির্বাচনের কারণ, বিধানসভা ভোটের পর বাবুল সুপ্রিয় বিজেপিতে ভালো জায়গা না পেয়ে তৃণমূলে ঠাই নেয় এদিকে আসানসোলের সাংসদ তিনি। তাই সাংসদ পদ থেকে ইস্তফাও দিয়ে দেন ফলস্বরুপ সাংসদ শুন্য হয়ে পড়ে আসানসোল। অন্যদিকে সুব্রত বক্সিও গত ২১ সালের ৪ নভেম্বর মারা যান তাই বালিগঞ্জ এলাকাও জনপ্রতিনিধি শূন্য হয়ে যায়। ইতিমধ্যে একটি বিষয় নিয়ে স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয়েছে, বাবুল সুপ্রিয় দীর্ঘদিন আসানসোলের সাংসদ তথা বিজেপির বিভিন্ন দায়িত্ব পালন করে এসেছিলেন এককালে তাহলে কেন হঠাৎ বালিগঞ্জের প্রার্থী হলেন!
- Published By: BIPRADIP DAS
0 Comments: